শিরোনাম
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস
বিস্তারিত
উপজেলা প্রশাসন, কুলিয়ারচর -এর আয়োজনে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কুলিয়ারচর - এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ও হাত ধোয়া প্রদর্শনী করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান, এসি (ল্যান্ড), শিক্ষা অফিসার, সহকারী প্রকৌশলী সহ অন্যান্য অফিসের প্রধান কর্মকর্তাবৃন্দ। ছিন্নমূল শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়।
সকলের উদ্দেশ্যে হাত ধোয়া প্রদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আদনান আখতার।