Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত বৎসর সমূহে কুলিয়ারচর উপজেলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নবজাতকের মৃত্যু হার ও মাতৃ মৃত্যু বিগত ৩ বছরে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ম্যালেরিয়া, যক্ষ্মা এবং কালাজ্বর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব রয়েছে।

গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ২২টি কমিউনিটি ক্লিনিক র্নিমাণ ও ১৭টি কমিউনিটি ক্লিনিক যথাযথ জনবল ও পর্যাপ্ত ঔষধ দিয়ে কার্যকর ভাবে চালু রয়েছে, যা গ্রামীণ জনগণের স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে জনগণের দোড়গোরায় উন্নতমানের স্বাস্থ্য সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে ।

স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার প্রবর্তন করা হয়েছে এবং এর ধারাবাহিকতায় উপজেলার স্বাস্থ্য খাতের বিভিন্ন সূচকের অনলাইন রিপোর্ট এর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ই-হেলথ সার্ভিস সেবা চালু করা হয়েছে। হাসপাতালে জরুরী বিভাগে সরকারী ভাবে মোবাইল ফোন (০১৭৩০৩২৪৫০০) সরবরাহ করা হয়েছে । মোবাইলে ফোন করে জনসাধারন জরুরী স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে।

করোনা ভাইরাস প্যানডেমিক মোকাবেলার জন্য নিয়মিত আরটি-পিসিআর ও রেপিড এন্টিজেন পরীক্ষা হচ্ছে। আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যসেবায় প্রতিনিয়ত জনসম্পৃক্ততা বৃদ্ধি পাচ্ছে । এছাড়াও করোনাভাইরাস মোকাবেলায় ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করণ সহ সব ধরণের স্বাস্থ্য সেবায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , এক আস্থার প্রতিষ্ঠান হিসেবে নিরলসভাবে নিয়োজিত আছে ।