দেশব্যাপি ২০ ফেব্রুয়ারি ২০২৩ইং জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন পালন করা হয়। এরই অংশ হিসেবে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল ইপিআই টিকা কেন্দ্রে
৬-১১ মাস বয়সী সকল শিশুদের একটি করে নীল ক্যাপসুল ও
১২-৫৯ মাস বয়সী সকল শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
একই
সাথে পুষ্টি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
জন্মের পরপরই শিশুকে শাল দুধ খাওয়াতে হবে,
৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ,
৬ মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য সুষম পুষ্টিকর খাবার বাচ্চাকে দিতে হবে।
এর পাশাপাশি বাচ্চার মা-কেও পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণের ব্যাপারে গুরুত্ব দেয়া হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আদনান আখতার স্যার। হাসপাতালের অন্যান্য মেডিক্যাল অফিসার বৃন্দ উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ছাড়াও শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। শিশু মৃত্যু হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে।