Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন ২০২৩ ইং
বিস্তারিত
দেশব্যাপি ২০ ফেব্রুয়ারি ২০২৩ইং জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন পালন করা হয়। এরই অংশ হিসেবে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সকল ইপিআই টিকা কেন্দ্রে
☑️ ৬-১১ মাস বয়সী সকল শিশুদের একটি করে নীল ক্যাপসুল ও
☑️১২-৫৯ মাস বয়সী সকল শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।


একই সাথে পুষ্টি বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হয়। 
☑️জন্মের পরপরই শিশুকে শাল দুধ খাওয়াতে হবে,
☑️৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ,
☑️৬ মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য সুষম পুষ্টিকর খাবার বাচ্চাকে দিতে হবে।
☑️এর পাশাপাশি বাচ্চার মা-কেও পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণের ব্যাপারে গুরুত্ব দেয়া হয়।


♦️সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আদনান আখতার স্যার। হাসপাতালের অন্যান্য মেডিক্যাল অফিসার বৃন্দ উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন।


♦️ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ছাড়াও শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়।  শিশু মৃত্যু হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লে­খযোগ্য হারে কমে আসে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/02/2023
আর্কাইভ তারিখ
31/12/2023