দেশব্যাপী কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ প্রদান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ৭ই ফেব্রুয়ারি ২০২৩ ইং থেকে আনুষ্ঠানিক ভাবে কুলিয়ারচর উপজেলায় এই কার্যক্রম শুরু হলো।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভেক্সিনেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া ইসলাম লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.আদনান আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সহ অন্যান্য সরকারি ফ্রন্টলাইনার কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি গণ।
যারা কমপক্ষে চার মাস আগে করোনা টিকার ৩য় ডোজ / ১ম বুস্টার পেয়েছেন এবং ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ফ্রন্টলাইনার, গর্ভবতী নারী, যাদের দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম (Immunocompromised), দীর্ঘমেয়াদি রোগ আক্রান্ত জনগোষ্ঠী (যাদের বয়স ১৮ বা তারচেয়ে বেশি) - এমন ব্যক্তিদেরকে চতুর্থ ডোজ টিকা দেওয়া হচ্ছে।
করোনা টিকার চতুর্থ ডোজের জন্য ফাইজার ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। চতুর্থ ডোজ সংক্রান্ত এসএমএস টিকা কেন্দ্র থেকে পাঠানো হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।