শিরোনাম
কুলিয়ারচরে পুষ্টি সপ্তাহ ২০২৩ পালিত
বিস্তারিত
"মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত" এই স্লোগান নিয়ে কুলিয়ারচর উপজেলায় ৭-১৩ই জুন ব্যাপী পালিত হল জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩।
এর অংশ হিসাবে মাতৃপুষ্টি ও শিশু স্বাস্থ্য বিষয়ক "মা সমাবেশ" আয়োজন করা হয় কুলিয়ারচরের নোয়াগাঁও মুছা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার স্যারের সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল অফিসার (গাইনী) ডা.জিন্নাত সুলতানা ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা.খালেদ হাসান উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য সংখ্যক গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের উপস্থিতিতে এ সমাবেশে বক্তারা মা ও শিশুর পরিচর্যা নিয়ে বিশদ
আলোচনা করেন। বাড়িতে কোন ডেলিভারি নয়, জোর দেওয়া হয় প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপর।
প্রবীণদের নিয়ে অনুষ্ঠিত হয় পুষ্টি বিষয়ক আলোচনা সভা। আমন্ত্রিত ছিলেন কুলিয়ারচর উপজেলার সম্মানিত মুক্তিযোদ্ধাগণ।
কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, বিশেষ কুইজ ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। সভায় বক্তারা পুষ্টিকর খাবারের গুরুত্ব ও পুষ্টিখাতে বর্তমান সরকারের সাফল্য সম্পর্কে আলোচনা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, মেডিকেল অফিসার ডা.রাফআত জামি ইসলাম ও ডা.আদিব আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলতাফ
হোসেন ও বিদ্যালয়ের শিক্ষক।
খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আদনান আখতার স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া ইসলাম লুনা মহোদয়। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ নূরে আলম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিগণ। সভায় উপজেলা পুষ্টি কমিটি গঠন ও এর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজনে - জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
বাস্তবায়নে - উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।