শিরোনাম
কুলিয়ারচর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
বিস্তারিত
২৫ জুন ২০২৩, কুলিয়ারচর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ-৬ আসনের ( ভৈরব-কুলিয়ারচর) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব নাজমুল হাসান পাপন এমপি মহোদয়ের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী রোকসানা হাসান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জনাব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া ইসলাম লুনা, থানার অফিসার ইনচার্জ জনাব
মোহাম্মদ গোলাম মোস্তফা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.তমাল কান্তি মল্লিক, জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা.মফিজুল ইসলাম, মেডিকেল অফিসার (আইসিটি) ডা.রাফআত জামি ইসলাম, সিএইচসিপি মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.আদনান আখতার এর সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তাঁর যোগদান পরবর্তী সময়ে উপজেলা স্বাস্থ্য খাতে অগ্রগতি তুলে ধরা হয়। একই সাথে বিদ্যমান সমস্যা সমূহ সভাপতি মহোদয় সহ উপস্থিত সকলকে অবগত করা হয়।
মাননীয় সাংসদ মহোদয় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য খাতের অগ্রগতিতে ভুয়সী প্রশংসা করেন। একই সাথে বিদ্যমান সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও সার্বিক সহায়তার আশ্বাস দেন।