বিস্তারিত
"বছরে ইদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন
খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ।। "
এই শ্লোগান কে সামনে রেখে কুলিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হল রুমে। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ভাইস চেয়ারম্যান, কৃষি অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং গ্রামের কৃষক ভাইয়েরা সহ আরও অনেকে।
অনুষ্ঠানে জনাব ডা. আদনান আখতার ; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইদুর নিয়ন্ত্রণ এ ব্যবহৃত ঔষধ এর নিয়ন্ত্রিত ব্যবহার ও এর ফলে মানব দেহে যাতে কোন ক্ষতিকর প্রভাব না পরে সে বিষয়ে আলোকপাত করেন। বিশেষ করে শিশুদের এই ঔষধ থেকে দূরে রাখার পরামর্শ দেন।।
অনুষ্ঠান শেষে কৃষক ভাইদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষ থেকে ধান মাড়াই মেশিন স্বল্প মূল্যে হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে; কুলিয়ারচর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার কৃষি বান্ধব কাজের জন্য জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে। সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।