Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Fire drills and training
Details
২২-০১-২০২৩ ইং কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আদনান আখতার স্যারের তত্বাবধানে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্যরা এ মহড়া পরিচালনা করেন। মহড়ায় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
এসময় আগুন নেভানোর যন্ত্রের ব্যবহারবিধি ও প্রকারভেদ, যন্ত্র ব্যবহারে সতর্কতা, আগুন নেভানোর জন্য বিভিন্ন ধাপে করণীয়, সর্বোপরি অগ্নিকান্ডরোধে নানান পদক্ষেপ বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়। পরে মাঠে আগুন জ্বালিয়ে সেই আগুন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে নেভানোর পদ্ধতি শিখিয়ে দেয়া হয়। একই সাথে হাতের কাছে থাকা ভেজা কম্বল বা বস্তা, ছোট বালতি দিয়ে কিভাবে সহজে আগুন নেভানো যায় তার প্রশিক্ষণ দেয়া হয়।
আগুন লাগলে বিচলিত না হয়ে সাথে সাথে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করুন এবং আগুন নেভানোর চেষ্টা করুন। 
জাতীয় জরুরী সেবা নম্বর - ৯৯৯
কুলিয়ারচর ফায়ার স্টেশন - ০১৭৩০০৮২২১৭
Attachments
Publish Date
22/01/2023
Archieve Date
31/12/2023